তানভীর আলম :
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৩ কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে গোয়েন্দারা। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে। কুসিক রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিসার রকিব উদ্দীন মন্ডল বলেন, পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে সেখানকার সবগুলো কেন্দ্র গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। এজন্য ওইসব কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। আজ শনিবার সকাল১১টা সময় স্থানীয় প্রশাসনকে নিয়ে বিশেষ সভা আহ্বান করা হয়েছে বলে তিনি জানান।কুসিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীন ২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ গোয়েন্দাদের মারফত খবরপেয়েই তৎপর হয়ে উঠে জেলা নির্বাচন অফিস। সাথে সাথে বিষয়টি ঢাকায় ইসি সচিবালয়কে জানানো হয়। ঢাকায় কথা বলেই কুমিল্লা নির্বাচন অফিস আজ শনিবার বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক বিশেষ সভার আহবান করেছে। সেখানে প্রার্থীদের রাখা হবে বলে জানা গেছে। এর আগে ১১ মার্চবিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের এক সভা করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন।আজকের সভায় সিসিটিভি ক্যামেরা, নিজস্ব পর্যবেক্ষক এবং সিটি নির্বাচন সুষ্ঠু করতে নানা পদক্ষেপ বিষয়ে আলোচনা হবে। এছাড়া প্রায় ১০ হাজারের মতো নিরাপত্তাকর্মী ভোটের আগে ও পরে মোট চারদিন ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত মাঠে থাকবে।এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ব্যবস্থা নেয়া হবে। সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে প্রতিটি কেন্দ্রে ২৪ জন ফোর্স মোতায়েন থাকবে। পুলিশের নেতৃত্বে আনসার ও ব্যাটালিয়ন আনসার কেন্দ্র পাহারায়নিয়োজিত থাকবে।নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আরও বলেন, এসবের পাশাপাশি মোবাইল টিম থাকবে। থাকবেন ভ্রাম্যমাণ আদালত। এছাড় র্যাব ও বিজিবির পাশাপাশি ৪০ জন ম্যাজিস্ট্রেট থাকবে। এর মধ্যে নির্বাহী ৩৬ জন এবং ৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ অুনষ্ঠিত হবে। কুসিকে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড ৯টি। গেল নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৬২টি। এবার সিটির আয়তন বাড়ায় ভোট কেন্দ্রের সংখ্যা হয়েছে ১০৩টি।কুসিক রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিসার রকিব উদ্দীন মন্ডল জোর দিয়ে বলেন, আমাদের উপর আস্থা রাখুন। আমরা কুমিল্লাবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিব ইনশাল্লাহ।