চট্টগ্রাম প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উদযাপিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডিসি হিল নজরুল স্কয়ারে ১০ হাজারের বেশি শিশু কিশোর সমাবেশের আয়োজন করে। জন্মদিনের কেক কাটা, সমবেত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাটক পরিবেশিত হয়। সিটি কর্পোরেশন পরিচালিত ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্রী হুমায়রা জাহান পৃথিবী সভাপতিত্ব করেন।
পশ্চিম নাছিরাবাদ আবদুল হাকিম সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেন এর শিশু শিক্ষার্থী উম্মে মালিহার উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এম আশরাফুল আলম, সালেহ জহুর সিটি কর্পোরেশন কিন্ডার গার্টেন এর ছাত্রী উম্মে হাবিবা, পাঁচলাইশ সিটি কর্পোরেশন কিন্ডার গার্টেন এর ৫ম শ্রেণির ছাত্রী তানজিয়ান হোসেন বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন। এই শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলার কারিগর। এদের মাধ্যমে বাংলাদেশ মুক্তির আলোয় উদ্ভাসিত হবে।