সোনাগাজীর সমুদ্রাঞ্চলে সমুদ্রবন্দর স্থাপনের দাবীতে দোয়া মাহফিল ও কোর’আন খতম

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার সমুদ্রাঞ্চলে সমুদ্রবন্দর স্থাপনের দাবীতে কয়েকটি মসজিদে  দোয়া মাহফিল ও কোর’আন খতম করা হয়েছে।

গতকাল শুক্রবার বাদ জুমা উক্ত কোর’আন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেন বাংলাদেশ শিল্প উন্নয়ন করপোরেশন।

সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন চৌধুরি  বলেন, আল্লাহর রহমত কামনার পাশাপাশির ন্যায্য দাবির পক্ষে জনমত তৈরির লক্ষে ব্যাতিক্রম এ আয়োজন করা হয়।

ফেনীর বড় জামে মসজিদে মাওলানা সাইফুল্লাহ,  জহিরিয়া মসজিদে মুফতি মোহাম্মদ ইলিয়াছ, কোর্ট জামে মসজিদে মাওলানা মীর হোসেন ও মহিপাল  পিডিবি জামে মসজিদে  মাওলানা মনসুর আহমেদ দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, ইতিমধ্যে সমুদ্রবন্দর স্থাপনের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করেছে বিআইডিসি।এ ব্যাপারে সোনাগাজী ও কোম্পানীগঞ্জে একাধিক সভা সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *