শহীদ নুরুল আবছার হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তরের আবেদন

বাংলার দর্পন :
শহীদ কমান্ডার নুরুল আবছার হত্যা মামলা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আবেদন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি।


সংগঠনের সভাপতি এডভোকেট জানে আলম ২২ ফেব্রুয়ারী বিকেলে মন্ত্রীর কার্যালয়ে উক্ত আবেদনপত্র মন্ত্রী আকম মোজাম্মেল হক’র হাতে তুলে দেন । মন্ত্রী আশ্বাস দেন , নুরুল আবছার হত্যা মামলার বিচার খুব সময়ে শেষ হবে।

এসময় সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ সম্পাদীত ‘শহীদ কমান্ডার নুরুল আবছার স্বরনিকা ও মুক্তিযোদ্ধার আর্তনাদ ‘ দুটি বই মন্ত্রীর হাতে তুলে দেন সোসাইটির নেতৃবৃন্দ ।

উল্লেখ্য , ১৯৭১ এর ১১ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে বন্দি রাজাকারদের রক্ষার্থে এফএফ’র কমান্ডার নুরুল আবছার কে হত্যা করা হয়। ২০১৭সালে সৈয়দ মনির আহমদ সম্পাদীত ‘শহীদ কমান্ডার নুরুল আবছার স্বরনিকা প্রকাশের পর তার ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে নাছির উদ্দিন, মোশারফ হোসেন, আবুল কাশেম কাজি ও রাজাকার শাহজাহান আকবরকে আসামী করে ফেনী আদালতে মামলা করেন। আসামীরা দীর্ঘ কারাবরণ শেষে জামিনে আছেন। উক্ত মামলাটি বর্তমানে ফেনী জজ আদালতে বিচারাধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *