চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম রাউজানে মাদক ও ধূমপানের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১১মার্চ উদীয়মান সমাজসেবক ফারাজ করিম চৌধুরীর আহবানে “মাদক ও ধূমপান বিরোধী ক্যাম্পেইন” অনুষ্ঠিত হবে।১১ মার্চ সোমবার সকাল ১০ টায় রাউজান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্টানে মাদক ও ধূমপান পরিহার করে সুন্দর জীবন গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবেন ফারাজ করিম চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক ব্যাপস্থানায় রয়েছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
উল্লেখ্য রাউজানে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী সমাজ সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ হাতে নিয়ে এলাকায় প্রশংসিত হয়েছেন।সমাজের নানা অসংগতি,দূর্নীতি ও নানা অনিয়মের বিপক্ষে তার ক্ষুরধার লেখনি তরুণ প্রজন্মের কাছে সাড়া ফেলেছে।