এমদাদ খান রামগড়, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির জেলার গুইমারায় পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার গভীর রাতে উপজেলার ডাক্তারটিলা ও বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতদের একজন রাউদিয়া সুলতানা মিলি (১৫)সে গুইমারা মডেল উচ্ছ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ডাক্তারটিলার মৃত মহিউদ্দিন মিলনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলি মডেল টেস্ট পরীক্ষায় খারাপ করলে তার মা তাকে বকাঝকা করে। এতে রাগে-অভিমানে বিষপান করে সে আত্মহত্যা করে।
অপরদিকে গুইমারা জালিয়াপাড়ার বড়পিলাক এলাকার আলাউদ্দিনের মেয়ে বাক প্রতিবন্ধী মিশু আক্তার (১৩) পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পরিবার সূত্রে জানা গেছে
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাহাদাত হোসেন টিটো সাংবাদিককে বলেন, দুই কিশোরী আত্মহত্যার ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।