আবু ইউসুফ মিন্টু:
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পাভেল হোসেনকে সভাপতি ও শরীফ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মির্জানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।
সম্মেলন উদ্বোধন করেন পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ সভাপতি মোতাহের হোসেন, ইকবাল মাহমুদ সৈকত, সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম মহিম, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টুসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাকিব। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি কামাল হোসেন।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন জানান, আজকের সম্মেলনের মাধ্যমে আমরা প্রকৃত ছাত্রদের উপর নেতৃত্ব ভার দিয়েছি। তাদের নেতৃত্বের ফলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।