বাংলারদর্পন :
আজ শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টা ১০মিনিটে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলন উদ্বোধন করলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক- ওবায়দুল কাদের। বিকাল ২টা থেকে মিছিলে মিছিলে ফেনী সরকারি কলেজ মাঠ কানায় কানায় পুর্ন হয়েছে । সম্মেলনে ২৫০ জন কাউন্সিলরের ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক- নির্বাচিত হবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক- ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে আছেন, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক- মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক- এনামুল হক শামীম এমপি, চট্টগ্রামের মেয়র আজম নাছির- উদ্দিন,
নোয়াখালী জেলা আ’লীগের সাধারন সম্পাদক- একরামুল করিম চৌধুরি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরি , ফেনী’ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরি নাসিম। সভাপতিত্ব করছেন জেলা আ’লীগ সসভাপতি আবদুর রহমান ও সার্বিক সঞ্চালনা করছেন সাধারন সম্পাদক- নিজাম উদ্দিন হাজারী এমপি।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩সালে ফেনী’ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।