নিউজ ডেস্ক:চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তারা দুবাইয়ে পলাতক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও ম্যাক্সনের সহযোগী।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুহুল আমিন, তুহিন, সুজন, জাবেদ ও রনি নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ৫টি এলজি, ৫ রাউন্ড গুলি এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তারা শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও ম্যাক্সনের নির্দেশ অনুযায়ী নগরীর বায়েজিদ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে।