কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নাজমুল হক নাজিম 

সাইফুর রহমান জনি

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক খোকন, অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন, গোলাম রব্বানী, সাইফুল ইসলাম স্বপন, জাফর ইকবাল সবুজ, কামাল পাটোয়ারি,ও সংরক্ষিত মহিলা সদস্য নুর জাহান বেগম।শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন,সদস্য সচিব আব্দুল কাসেম,আফাজ উদ্দিন খোকন,কাউসার সুলতানা। আজ ১৪ই মে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে কোম্পানিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো: কামাল পারভেজ এর উপস্তিতে  অভিভাবক সদস্য জাফর ইকবাল সবুজ’র প্রস্তাবে ও দাতা সদস্য গোলাম ফারুক খোকন’র সমর্থনে সকলের সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজ সেবক ও সফল ব্যাবসায়ী  নাজমুল হক নাজিমকে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় আরো উপস্তিত ছিলেন ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন,চরফকিরা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাজী ইদ্রিছ, ইউনিয়ন আওয়ামি লীগ এর সাধারন সম্পাদক নুর নবী মানিক,উপজেলা আওমীলীগ এর সদস্য জহির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।  উল্লেখ্য,নাজমুল হক নাজিম এর আগে ও দুইবার সভাপতি ছিলেন এবং এ নিয়ে ৩য় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *