গিয়াস উদ্দিন, নোয়াখালী থেকে:
কোম্পানীগঞ্জে নিজের বাল্যবিয়ে ঠেকালো স্কুলছাত্রী। ওই ছাত্রীকে মতের বিরুদ্ধে তার পরিবার সিঙ্গাপুর প্রবাসী আত্মীয়ের সঙ্গে বিয়ে দেয়ার জন্য কোর্টে এফিডেভিট করে। ১২ই এপ্রিল উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের আলী আজম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী সাবেকুন নাহার আঁখি (১৪), উপজেলার বসুরহাট পৌরসভার আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। উদ্যোগী হয়ে নিজের এ বাল্যবিয়ে ঠেকিয়েছে সে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী ছাত্রীর বাড়িতে গিয়ে তার মা-বাবা কে মৌখিক ভাবে বাল্যবিয়ে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় প্রশাসন বাল্যবিয়ের উদ্দেশ্যে তৈরিকৃত এফিডেভিট পত্র জব্দ করে। প্রশাসন গতকাল বিকাল ৪টার মধ্যে ছাত্রীর মা-বাবা ও ছেলের মা-বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ছাত্রী নিজে অভিযোগ করেছে। তার বয়স একেবারে কম। আমরা অভিভাবকদের ডেকেছি তারপরও নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এএইচএম মান্নান মুন্না।