বাংলার দর্পন ডটকম >>>
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক পালনের অংশ হিসেবে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বহুমুখি উচ্চ বিদ্যালয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচী’র আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন রোকেয়া প্রাচী’র সংগঠন ‘স্বপ্ন সাজাই’। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, ফয়েজ উল্যাহর সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, নাট্যাচার্য্য ড. সেলিম আল দীন পরিবারের সদস্য রাজিব সরোয়ার, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমর জিৎ দাস টুটুল, স্থানীয় ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন ও ছাত্রলীগ নেতা ওমর ফারুক রাশু প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পাীদের পরিবেশনায় বঙ্গবন্ধুকে স্মরণ করা গান উজ্জিবিত করে শিক্ষার্থী ও উপস্থিত সকলকে। পরে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী করা হয়।