ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার তালিকাভুক্ত মাদক বিক্রেতা সাইফুল ইসলাম (৩০) কে অাটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের রমিজ উদ্দিন মাঝি বাড়ীর মৃত ছিদ্দিকুর রহমান এর ছেলে।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদ বাংলারদর্পন কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্যাকেটসহ ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এএসআই জাহাঙ্গীর বাদী হয়ে ধৃত সাইফুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন অাইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে ফেনী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে ।