ছাগলনাইয়ার মাটিতে মাদক থাকবে না -ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ

মোঃ মিরাজ উদ্দিন :
ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলামের বিদায় ও নবাগত ইনচার্জ শাহীন মিঞাকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার (ছাগলনাইয়ার সার্কেল) নিশান চাকমা।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যবিধি অনুযায়ী সংক্ষিপ্ত আকারে ঘোপাল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য শেখ আনোয়ার’র উপস্থাপনায় সভাপতিত্ব করেন ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ পি পি এম।

মেজবাহ্ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ছাগলনাইয়ায় মাদক নামক শব্দটি থাকবে না। যে বা যারা মাদকের সাথে আছে তাদের তালিকা করে ধরা হবে। মাদক বিক্রেতা,সেবনকারী,বহনকারী,মওদতদাতা কেউই রেহাই পাবে না। মাদক কারবারি কে কোন দলের তা দেখার সুযোগ নাই।

ছাগলনাইয়া মানুষকে শান্তিতে রাখতে ছাগলনাইয়া পুলিশ প্রশাসন সবসময় প্রস্তুুত। যারা শান্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে ছাগলনাইয়া পুলিশ সজাগ রয়েছে ২৪ ঘন্টাই। আর এজন্য তিনি সমাজের সকল শ্রেনির মানুষের সহযোগীতা কমনা করেন।

“মজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগান ধরে ছাগলনাইয়ার পুলিশ জনগনের বন্ধু হতে পেরেছে। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *