ফেনী প্রতিনিধি :
দাগনভূঞাঁ ঐতিহ্যবাহী ইকবাল মেমোরিয়াল কলেজ জাতীয়করনে কলেজের ৮৬শতক ভূমি সহ ভবন,আসবাবপত্র ছাড়াও তহবিলে থাকা ২ কোটি ৬ লাখ টাকাসহ ২৫ কোটি টাকার সম্পদ সরকারকে দান করেন কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার সকালে শিক্ষা সচিব বরাবরে তার দেয়া দানপত্রটি সম্পাদন করা হয়। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ গভর্নিং বডির সদস্য মোজাম্মেল হক মিন্টু,আবুল ফোরকান বুলবুল,পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান স্বপনও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত;১৯৮৫ সালে একক অর্থায়নে প্রয়াত ছোট ভাই ইকবাল হোসেনের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন ব্যাবসায়ী আবদুল আউয়াল মিন্টু। পরবর্তীতে কলেজটি ডিগ্রী ও চলতি শিক্ষাবর্ষ থেকে দুটি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। সম্প্রতি সরকার কলেজটি জাতীয়করনের ঘোষনা দেন। সরকারি ঘোষনা বাস্তবায়নে কলেজের প্রতিষ্ঠাতা,দাতা ও গভর্নিং বডির সভাপতি হিসেবে আবদুল আউয়াল মিন্টু কলেজের সমুদয় সম্পদ দানপত্র করেন।