ফেনী প্রতিনিধি :
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের লালপোলে একটি ফ্লাইওভার অথবা আন্ডারপাস এবং ফেনী কলেজ রোড় রেলওয়ের উপর একটি ওভারপাস শীঘ্রই নির্মাণ করা হবে।
পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী জেলা আওয়ামীলীগের আজকের (২৬ অক্টোবর) ত্রি-বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক- নিজাম হাজারির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাহবুবুল আলম হানিফ এমপি, এনামুল হক শামীম এমপি, চট্টগ্রামের মেয়র আজম নাছির উদ্দিন, আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম প্রমুখ।

এদিকে বিকাল ৩টায় ফেনীর স্ট্যাশন রোডে জেলা অাওয়ামীলীগের নিজস্ব কার্যালয় নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ওবায়দুল কাদের।