জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
শুক্রবার সকালে উদ্বোধন হলো ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর সিলোনিয়া নদীর উপর ব্রীজের দক্ষিনে ফুলগাজী উপজেলার প্রবেশদ্বারে দৃষ্টি নন্দন দুই পাশে দুটি তোরণ (ফুলগাজী গেইট) ।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা,ফুলগাজী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন,ফেনী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তাপন, বিশিষ্ট ব্যাংকার জামাল উদ্দিন পাপ্পু।
উক্ত গেইট (তোরণ) এলাকার প্রবীণ চারুশিল্পী সুনীল দাস’র নকশায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম’র পরিকল্পনায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম’র সহযোগিতায় ৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এই দৃষ্টিনন্দন গেইট।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন, আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল আমিন ভূঁইয়া, আমজাদ হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন মীরু, ফেনী জেলা পরিষদ সদস্য হাজী জামাল উদ্দিন।