নিউজ ডেস্কঃ
ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেবার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ছাত্রলীগের কিছু কিছু ব্যাপার নিয়ে ক্ষোভ থাকতেই পারে।
তবে বিভিন্ন মিডিয়ার খবর হাওয়া থেকে পাওয়া বলে মন্তব্য করেন তিনি। ছাত্রলীগ কমিটির অনেক কাজ প্রশংসিত ও সন্তোষজনক। তবে যেসব নিন্দনীয় কাজ রয়েছে তা নিয়ে শোধরাতে বলা হয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, গতকাল গণভবনের বৈঠকটি ছাত্রলীগের কমিটি ভাঙা সংক্রান্ত ছিল না। তাই এ বিষয়ে কী আলোচনা হয়েছে, সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না। প্রধানমন্ত্রীর বাড়িতে তারা গেছে আমি তাদের সেখান থেকে চলে যেতে বলবো কেনো? আমি পার্টির সেক্রেটারি হিসেবে তাদের ভালো খবরের শিরোনাম হতে পরামর্শ দেই।