ফেনী প্রতিনিধি :
দাগনভূঞা থানা পুলিশ সোমবার রাতে উপজেলার রামনগরের ফেনী- মাইজদী সড়কের মনপুরা কাবাব হাউজের সামনে থেকে দুই আন্তঃজেলা মোটরসাইকেল চোরকে আটক করেছে।
আটককৃতরা হলো মোহাম্মদ সুমন(২৫)ও সুমন রাজু(২৩)। তাদের বাড়ী লক্ষীপুরের রায়পুর বলে জানা গেছে। রাতে চুরি করা মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার চিওড়া বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় দাগনভূঞা থানার এএসআই সিরাজুল এর নেতৃত্বে টহল পুলিশ তাদের আটক করে।
দাগনভূঞা থানার ওসি আসলাম সিকদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।