মালিবাগ ফ্লাইওভারে চালক মিলন হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জের যুবদল কর্মী সুমন গ্রেপ্তার

কামরুল হাসান >>>
রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পাঠাও-উবার চালক মিলন হত্যার ঘটনায় মুছাপুর কোম্পানীগন্জের বি এন পির ক্যাডার মো. নূরুদ্দিন সুমনকে গ্রেপ্তার করেন পুলিশ।

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে সিআইডি কার্যালয়ের কাছে পাঠাও-উবার চালক মিলন হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আজ (২ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মো. নূরুদ্দিন সুমন নামের একজনকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সেসময় সুমনের কাছ থেকে নিহত মিলনের মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট মালিবাগ ফ্লাইওভারে সিআইডি কার্যালয়ের কাছে মিলনকে ছুরিকাঘাত করে হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। এরপর, মিলনের স্ত্রী শিল্পী শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সেসময় জানিয়েছিলো, নিহত মিলন পাঠাও এবং উবারের চালক ছিলেন। তবে তিনি গত ৭ আগস্ট থেকে কোনো শেয়ার রাইডিং অ্যাপ ব্যবহার করছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *