ফেনী প্রতিনিধি :
ফেনীর ধলিয়া ইউনিয়নের মধ্যম মাছিমপুর গ্রামের মাওলানা সামছুল হকের বাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যম মাছিমপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস লাবন্য(৬) ও ছালেহ আহমদ এর নাজমুন নাহার আফরিন (৬) আজ দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষন পর পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করে।
৮নং ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সী তাঁর ইউনিয়নের মধ্যম মাছিমপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তারা মধ্যম মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বর্তমানে বালুয়া চৌমুহনীর মধ্যম মাছিমপুর গ্রামের মাওলানা শামসুল হক এর বাড়িতে দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।