মোঃ ছালাহ্ উদ্দিন>>
সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ এর সহযোগিতায় ১১সেপ্টেম্বর দুপুরে দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় ও দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীর মেধাবী ছাত্র-ছাত্রী মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি. কে. এম এনামুল করিম।

দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো’র সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কেশব চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ, ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিটেটর এলজিএসপি-৩ ফেনীর পরিচালক পিন্টু চন্দ্র দাস।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যতন মজুমদার, আওয়ামীলীগ নেতা নাজমুল হক জাহাঙ্গীর, চরদরবেশ ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সরোয়ার দুলাল, দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, দাসেরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতা উল্লাহ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াকুব আলি, ওমর ফারুক রাসু প্রমূখ।।
উল্লেখ্য, দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় ও দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।