সোনাগাজীর নদী ভাঙ্গন কবলিত অঞ্চল পরিদর্শন করেন জেলা প্রশাসক

সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার নদী ভাঙ্গন কবলিত আমিরাবাদ ইউনিয়নের চরলামছি, সোনাপুর, চরকৃষ্ণজয়, চরডুব্বা এলাকা এলাকা পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।

 

পরিদর্শনকালে স্থানীয়রা জেলা প্রশাসককে জানান, বড় ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এর কারনে ওইসব এলাকা নদী গর্ভে বিলীন হচ্ছে। ভাঙনরোধে সরকারের করণীয় বিষয়ে অবহিত করে তিনি বলেন, দ্রুত বালূ উত্তোলন বন্ধে পদক্ষেপ নেয়া হবে। এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ, আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহির প্রমূখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *