দাগনভূঞা প্রতিনিধি :
ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) পিকাপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দাগনভূঞা উপ-কমিটির কার্যালয় গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন উদ্বোধন করেন।
দাগনভূঞা পূর্ব বাজারস্থ ওবায়েদ উল্যাহ শপিং কমপ্লেক্সে ফিতা কেটে ওই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) পিকাপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন- দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা সিদ্দিকী, দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন- দাগনভূঞা উপ-কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন। সঞ্চালনা করেন-গুইমারা উপজেলা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ নুরনবী চৌধুরী রুবেল।
এ সময় অন্যান্যের মাঝে ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) পিকাপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু শাহীন, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ ও স্বপন, কোষাধ্যক্ষ মো. শাহজাহান, দপ্তর সম্পাদক মো. শাহজাহান, প্রচার সম্পাদক মো. সেলিম, সমাজ কল্যাণ আবদুল মতিন, ক্রীড়া সম্পাদক মো. ইদ্রিছ, সদস্য ইসমাইল হোসেন টিপু, শিপন , মো. আবদুল আলী, মো. সেলিম, মো. আলাউদ্দিন, আইয়ুব, জামাল উদ্দিন,
দাগনভূঞা উপ-কমিটির কার্যকরী সভাপতি মো. ফারুক, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফারুক উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মো. আলী হায়দার ও বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, কোষাধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবদুল জলিল, সদস্য কুতুব উদ্দিন, বাদশা বাবর, মো. ইউসুফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে দাগনভূঞা উপ-কমিটির কার্যালয় উদ্বোধন করেন।