নিউজ ডেস্কঃ
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উল্টো বিপাকে পড়েছে বাংলাদেশ। তাদের আশ্রয় ক্যাম্পগুলো রীতিমতো অপরাধের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। নিরাপত্তাবেষ্টনী না থাকায় ক্যাম্পের বাইরে গিয়েও অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা।
এসব অপরাধ ঠেকাতে নিরাপত্তা আরো জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। সে জন্য নতুন করে দুই ব্যাটালিয়ন আর্মড পুলিশ মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোর চারপাশে তিন ফুট উচ্চতার কাঁটাতারের প্রাচীর নির্মাণ করারও প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায় তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে দেশের সব মোবাইল অপারেটরকে ‘জরুরি’ নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
