সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদ ইউনিয়নের অাহম্মদপুর গ্রামের ৩নং ওয়ার্ডের বাতানিয়া বাড়ীর গৃহবধুর অায়েশা খাতুনের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই বাড়ীর শামীমের স্ত্রী এবং কন্যা সন্তানের জননী।
ওসি মো. হুমায়ুন কবির জানান, বসতঘর থেকে সন্ধায় তার লাশ উদ্ধার করে থানায় অানা হয়েছে, ময়নাতদন্তের জন্য ফেনী সদর অাধুনিক হাসপাতালে প্রেরন করা হবে।
স্থানীয় চেয়ারম্যান জহিরুল অালম জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ফাঁসির কারন এখনো জানা যায়নি।