সোনাগাজী প্রতিনিধি : উপজেলার পর্যটনকেন্দ্র মুহুরী প্রজেক্ট সেতুর পশ্চিম পাশে ‘ হাজী আমিন উল্যাহ এগ্রো কেয়ার’ নামক মৎস খাদ্য ও ঔষধের দোকান উদ্বোধন হয়েছে।
আজ সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দোকান উদ্বোধন হয়। এসময় দোকানের স্বত্বাধিকারী আবু ইউছুফ স্বপন, স্থানীয় ব্যাবসায়ী, মৎস্য খামারি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বপন জানান, মুহুরি প্রজেক্ট এলাকায় সহস্রাধিক মৎস্য প্রকল্প রয়েছে। এখানকার খামারিদের সহজলভ্যতার বিষয়টি ভেবে মৎস খাদ্য ও ঔষধের দোকান হয়েছে। শহরের মুল্যে এখানে সকল প্রকার মৎস খাদ্য ও ঔষধ পাওয়া যাবে।