মোঃ আলাউদ্দীন : গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল সকাল ৬ ঘটিকার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজার এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় ফেনী হতে চট্টগ্রামগামী ১টি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানের সংকেত দিলে প্রাইভেটকারটি রাস্তার পাশে থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ বেলাল (৩৭), পিতা- মোঃ আব্দুর রব, গ্রাম-গান্ডামারা, থানা-তালতলি, জেলা-বরগুনা এবং ২। মোঃ সোহেল (২৮), পিতা- মৃত সেলিম মিয়া, গ্রাম- নারানকরা, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দেরকে আটক করে।
পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ তাদের দেখানো ও সনাক্ত মতে প্রাইভেটকারটি (চট্ট-মেট্রো-গ-১২-৩৬৩৬) তল্লাশী করে প্রাইভেটাকরটির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৭৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে নগদ- ৫,৪০০ টাকা, ০৩ টি মোবাইল সেট, ০৫ টি সীম কার্ড এবং ০১ টি মানিব্যাগ উদ্ধারসহ উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল ০৭ লক্ষ ৩৮ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটাকারটি আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।