ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউটে নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল ক্যাম্পাসের গাছ বিক্রি

 

ফেনী প্রতিনিধি : ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে শুক্রবার রাতে স্কুল ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে দিয়েছেন কতৃপক্ষ। এ অনিয়মের মূল হোতা হিসাবে দোষছেন ইনষ্টিটিউট  সুপারিনটেনডেন্ট শাহাদাৎ হোসেন সিকদারের ও সিনিয়র শিক্ষক মোঃ ইস্রাফিলকে। শিক্ষক কর্মচারীদের অভিযোগ ইতি পূর্বে উক্ত কর্মকর্তারা উন্নয়নের নামে সরকারি বরাদ্দের প্রায় অর্ধকোটি টাকা ভুয়া বিল-ভাউচার দিয়ে আত্মসাৎ করছেন ইনষ্টিটিউট কর্তৃপক্ষ। পরীক্ষণ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের সুপেয় পানি ও নিরাপদ টয়লেট ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে ক্লাস থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা বারবার লিখিত আবেদন দিলেও সুপারিনটেনডেন্ট বিষয়টি আমলে নেননি। এদিকে পরীক্ষণ বিদ্যালয় ও ট্রেনিং ইনষ্টিটিউট মেরামতসহ বিভিন্ন সমস্যার সমাধানের বরাদ্দে টাকা ভুয়া বিল-ভাউচার তৈরি করে হাতিয়ে নিচ্ছে সুপারিনটেনডেন্ট শাহাদাৎ হোসেন সিকদারের নেতৃত্বে একটি সিন্ডিকেট। শিক্ষার্থীর অভিভাবকরা চাঁদা তুলে বিদ্যুৎ মেরামত, বাথরুম পরিষ্কার ও পানিপাম্প কিনে দিলেও তত্বাবধানের অভাবে অল্পসময়ের মধ্যে তা অকেজো হয়ে পড়ে।

ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সিনিয়র শিক্ষক ও অফিস প্রধান সূত্রে জানান গত বুধবার সুপারিনটেনডেন্ট শাহাদাৎ হোসেন সিকদার তার অফিস কক্ষে সিনিয়র শিক্ষকদের নিয়ে সভাকরে ক্যাম্পাসের পরিক্ষন বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য কয়েকটি চারা গাছ কাটা জরুরী বলে শিক্ষক পরিষদ সভায় পাশ করিয়ে নেন। কিন্তু শুক্রবার ইন্সটিটিউটের মূল গেইটে তালা ঝুলিয়ে বিভিন্ন প্রজতারীর প্রায় ১৫টি গাছ কেটে রাতের মধ্যে গাছের অধিকাংশ টুকুরো গাযেব করে পেলে। সিনিয়র শিক্ষক মোঃ আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের কোন নিয়ম মানা হয়না এটি ছলেন দুই জনের ইচ্ছে ও তাদের মনগড়া নিয়মের উপর। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে দেখিয়ে নেওয়ার হুমকি দেওয়া  হয়।

ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় ,জানান ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন বিষয়টি তিনি ইতি পূর্বে স্থানীয় শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছেন। বনবিভাগ থেকে খোজ নিয়ে জানাযায় গাছ বিক্রির বিষয়ে তাদের কোন অনুমতি নেওয়া হয়নি।

ফেনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোঃ শাহাদাৎ হোসেন সিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *