ফেনী প্রতিনিধি : জঙ্গিবাদ,মাদক ও শিক্ষারমান উন্নয়ন বিষয়ক কর্মশালা শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা ও ১৩টি সরকারী ও বেসরকারী কলেজের প্রধান ও পরিচালনা পরিষদের সভাপতিদের নিয়ে প্রায় ২’শ জন প্রতিনিধি এতে অংশ নেয়।
উক্ত সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদিপ চাকমা, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, কোচিং বানিজ্য ও সহায়ক বই নামের গাইড বই বানিজ্য বন্ধের দাবী জানান।