কোম্পানীগঞ্জে মা ও মেয়েকে পিটিয়ে জখম : গ্রেপ্তার ৩ | বাংলারদর্পন

প্রশান্ত সুভাষ চন্দ >>>
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মঙ্গলবার রাতে নারী নির্যাতন মামলার তিন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হচ্ছে, ঈমান আলী চৌকিদার বাড়ির মৃত ইসমাইলের ছেলে মোঃ গোলাম আজম আজাদ (৪৮) ও মোঃ গোলাম কিবরিয়া খোকন (৪০) এবং মৃত আবদুল কুদ্দুসের ছেলে মোঃ বেলাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গত ২৯ মে বিকেলে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আসামীরা একই বাড়ির আনোয়ার উল্যাহর স্ত্রী ফিরোজা বেগম পরানী (৪৫) ও মেয়ে ফারহানা আক্তারকে (১৭) পিটিয়ে আহত করে। এ ঘটনায় ফিরোজা বেগম পরানী বাদি হয়ে থানায় মামলা (মামলা নং-২৭, তাং-২৯/০৫/২০২০২ইং) দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমরান হোসেন জানান- মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই তিন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *