বাংলার দর্পন ডেস্কঃ প্রকাশ- : নভেম্বর ১৪, ২০১৬
ডিএমপি নিউজ রিপোর্ট: রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অস্ত্র ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারকৃতরা হল- মোঃ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ন কবীর ওরফে ঝনু (৪৩), মোঃ শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারী লিটন (২৭) ও মোঃ মানিক(২৮)।
এ সময় তাদের হেফাজত থেকে ৪টি ৭.৬৫ বোরের পিস্তল, ৩টি ওয়ান শ্যূটার গান, ৮টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত অস্ত্র-গুলির প্রকৃত মালিক হচ্ছে আমিরুল। গ্রেফতারকৃতরা যশোর জেলার বেনাপোল হতে অস্ত্রগুলি সংগ্রহ করে ঢাকায় বিক্রয় করার জন্য নিয়ে এসেছিল। গ্রেফতারকৃত মোঃ ফেরদৌস, মোঃ শহর আলী, মোঃ মানিক এরা তিনজন পেশাদার ছিনতাইকারী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং হুমায়ন কবীর আন্তঃজেলা অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।
তাদের অপর সহযোগিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার স্নিগ্ধ আখতার ।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মুগদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।