ফুলবাড়ী ২৯বিজিবির সদর দপ্তরে ২২১তম বিজিবি দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে ২২১তম বিজিবি দিবস পালিত। গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে ২২১তম বিজিবি দিবস পালনে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজিবি দিবস পালনে ব্যাটালিয়ন সদর দপ্তরের আওতায় সকল বিওপির কোম্পানী কমান্ডার, কোম্পানীর হাবিলদার, ব্যাটালিয়ন সদর দপ্তরের ২৯ বিজিবির পদস্থ সকল কর্মকর্তা,কর্মচারী ও ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ উপজেলার সকল সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধিজন এবং ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাটালিয়নের পক্ষথেকে এক প্রতিভোজের আয়োজন করেন। বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ২৯ বিজিবি। সার্বিকতত্বাবধানে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *