নিউজ ডেস্ক: অর্থের বিনিময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা এবং ওয়ার্ড কমিটি গঠন করেছে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনের একাধিক নেতাকর্মী অভিযোগ, নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অর্থের বিনিময়ে কমিটিতে পদ দিয়েছেন। এতে যোগ্য ও রাজপথের পরীক্ষিত নেতারা কমিটি থেকে বাদ পড়েছেন। আর স্থান পেয়েছেন তাদের পছন্দের লোক।
জানা গেছে, পদ দেয়ার বিনিময়ে অর্থের লেনদেনই শেষ কথা নয়, পদ প্রাপ্তি পরবর্তী সময়ে তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের বাধ্যানুগত থাকার বিষয়েও স্বীকারোক্তি নেয়া হয়।
এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক নগর বিএনপির এক শীর্ষ নেতা বলেন, নগর বিএনপির উত্তরের থানা এবং ওয়ার্ডের কমিটিগুলো এলোমেলোভাবে করা হয়েছে। বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে, এক নেতার এক পদ কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে এটার সম্পূর্ণ বিপরীত হয়েছে। যিনি মহানগরে থাকবেন, তিনি থানায় থাকতে পারবেন না। কিন্তু নগর বিএনপির কমিটিতে বর্তমান যিনি আছেন, তিনি আবার থানা কমিটিতেও পদ পেয়েছেন।
নেতারা বলছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটিতে তাদের অনুসারী তৈরি করার উদ্দেশ্যে পদবন্টনে অনিয়মের পাশাপাশি অন্যদিকে আর্থিকভাবে লাভবানও হয়েছে।
নগর বিএনপি উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুঞ্জুর হোসেন মঞ্জু বলেন, আমি মহানগরের সাংগঠনিক সম্পাদক। কিন্তু কমিটি গঠনের সময় আমার মতামতের কোন তোয়াক্কা করা হয়নি। শুধু আমি না, আরো দু’জন সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককেও কমিটির বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তাই যে যেভাবে পারে, তাদের মন মতো কমিটি গঠন করেছে। শুধু তাই নয়, গাড়ির ড্রাইভার ও গাঁজা আসক্তদের দিয়ে থানা এবং ওয়ার্ড কমিটিগুলো সাজানো হয়েছে।
নগর বিএনপি উত্তরের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি বলেন, নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান আমাদের বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আছে যে- যারা মহানগরের কমিটিতে আছেন তাদেরকে থানা কমিটিতে দেওয়া হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ থাকার পরেও কেনো ‘যারা মহানগরের কমিটি আছেন তাদের আবার থানা কমিটিতে পদ দেওয়া হয়েছে’ এটা করা হলো? নগর বিএনপির থানা এবং ওয়ার্ডের কমিটি গঠনের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কোন মতামত নেননি বলেও অভিযোগ করেন মিষ্টি।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল ২০১৭ সালে ঢাকা মহানগর বিএনপিকে উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে ভাগ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। হাবিব-উন-নবী খান সোহেলকে সভাপতি এবং কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক দক্ষিণের হিসেবে মনোনীত করা হয়। এছাড়া ঢাকা মহানগর উত্তরের সভাপতি মনোনীত করা হয় আবদুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান