বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির প্রস্তুতি শুরু হয়েছে – জাতীয় সংসদে প্রধানমন্ত্রী |বাংলারদর্পন

নিউজ ডেস্ক: স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর পর বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির প্রস্তুতি শুরু করা হয়েছে জাতীয় সংসদে এ বিষয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আয়ুষ্কাল হবে ১৫ বছর। একটি স্যাটেলাইট তৈরি করতে ৫-৬ বছর লাগে। সে জন্য আমরা বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরি করতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। একটা মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যেন চালু হয়ে যেতে পারে সেটা মাথায় রেখে ইতোমধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট কাজ শুরু করে দিয়েছি। দ্বিতীয়টি মেয়াদ শেষ হয়ে এলে আমরা বঙ্গবন্ধু-৩ স্যাটেলাইট তৈরি করা হবে। এভাবে পর্যায়ক্রমে স্যাটেলাইট তৈরি ধারাবাহিকতা চালিয়ে যাব।

বুধবার (৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নতুন নতুন প্রযুক্তি গ্রহণের বিষয়ে সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। যখন যে প্রযুক্তি আসবে সেটা যেন আমরা গবেষণা, ধারণ ও ব্যবহার করতে পারি সে ব্যবস্থা নেব। এখন স্যাটেলাইটের যুগ, আমরা এটি গ্রহণ করেছি। দেখি নতুন কী যুগ আসে, আমরা সেদিকে যাব। যখন যেটা আধুনিক ও যুগোপযোগী হবে সেটা আমরা চিন্তাভাবনা করব।

ফজিলাতুন নেসা বাপ্পীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণে দেশে বিদেশে সব বাঙালী খুশিতে উদ্বেলিত। সকলের চোখে আনন্দ অশ্রু। আমরা খুশিতে চোখের পানি রাখতে পারিনি। সব মানুষ যখন এতো খুশি, তখন বিএনপি দলের কেন দুঃখ। পৃথিবীর বহুদেশ আমাদের অনেক আগে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। আমরা কেন পারলাম না?

তিনি বলেন, সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত আমরা বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছি। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

স্যাটেলাইটের সুবিধা পাওয়া বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্যাটেলাইট ইতোমধ্যে তার কক্ষপথে পৌঁছে গেছে। সিগন্যাল দিতে শুরু করেছে। একবার যখন কাজ শুরু করে দেবে তখন কোন সমস্যা হবে না। কোন সন্দেহ করার কিছু নেই। এটা নিয়ে কোন দুশ্চিন্তার দরকার নেই। আর এটুকু বলবো, না বলা কথাটি রবে না গোপনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *