চট্টগ্রাম ব্যুরো : কক্সবাজার হতে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের ১টি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আভিযান চালিয়ে ইমামুল হক শুক্কুর (৪৪), এবং মোঃ ফারুক মিয়া (২৯),কে আটক করা হয়।
তাদের দেহ তল্লাশী করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং শ্যামলী পরিবহনের বাসের ল্যাগেজ বক্সের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ৩৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৩৩,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০১ কোটি ৭৭ লক্ষ ৫ হাজার টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা।
উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।