সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষকের চাকুরি জাতীয়করণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ” সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ” ১০জন শিক্ষক ও ৩জন অফিস সহকারির চাকুরি জাতীয়করণ করা হয়েছে।

গত ৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব গোপাল চন্দ্র দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিধি -১৯৮৩ এর ৩ ও ৫ অনুযায়ী উক্ত বিদ্যালয় জাতীয়করনের তারিখ হতে নিম্মোক্ত শিক্ষক ও অফিস সহকারিগনের চাকুরি জাতীয়করণ করা হয়।

জাতীয়করণকৃত শিক্ষকগণ হলেন, সহকারি শিক্ষক জয়নুল আবদীন, এবিএম সামসুদ্দিন, মাইনুল হক, মাহমুদ- উল্লাহ, সোলতান আহম্মদ, কামরুন নাহার, নজরুল ইসলাম, সাহেদ উদ্দিন, ছায়া রানি দে ও জসিম উদ্দিন।

জাতীয়করনকৃত অফিস সহকারিগন হলেন, সিরাজুল ইসলাম, ফয়েজ উল্লাহ ও আবুল কালাম নবী।

উক্ত প্রজ্ঞাপনে আরো বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন -পিএসসির চুড়ান্ত প্রতিবেদনের পর উক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ী করা হবে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ২০১৭ তারিখে সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

সৈয়দ মনির /বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *