সহিংস উগ্রবাদ বিরোধী সচেতনতা প্রতিযোগিতায় গল্পে সেরা  হলেন ফেনীর রনি চৌধুরী

ফেনী প্রতিনিধি :

সহিংস উগ্রবাদ প্রতিরোধে জনসাধরণকে সম্পৃক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটিটিসি, ডিএমপি ২৫ জুন ২০১৯ থেকে ১ জুলাই ২০১৯ পর্যন্ত পালন করছে ‘‘সহিংস উগ্রবাদ বিরোধী সচেতনতা সপ্তাহ ২০১৯। চলমান সহিংস উগ্রবাদ বিরোধী সপ্তাহে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটিটিসি নানাবিধ কার্যক্রম চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের চর্চাই উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ এবং মাদক সন্ত্রাসকে রুখে দিতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিএমপি সহিংস উগ্রবাদ বিরোধী সেরা রিপোর্টিং ও স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়াও ‘আমরা করবো জয়’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করেছে সিটিটিসি। ‘আমরা করবো জয়’ স্মরণীকায় ফেনী জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ও ভোরেরকাগজ ফেনী’ সদর প্রতিনিধি, জয়নুল আবেদীন চৌধুরী রনি সেরা গল্পে পুরষ্কৃত হন।

 

৩০ জুন ডিএমপি মিডিয়া সেন্টারে সহিংস উগ্রবাদ বিষয়ে সেরা রিপোর্টিং, রচনা ও গল্প প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। সহিংস উগ্রবাদ বিষয়ে সেরা রিপোর্টিং জুরি বোর্ডের সদস্য ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম ও ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান পিপিএম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *