কবি ও সাংবাদিক প্রত্যয় জসীম এর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন | বাংলারদর্পন

সাহায্যের আবেদন :

সুদৃঢ় প্রত্যয় নিয়ে বাংলা কবিতায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন কবি প্রত্যয় জসীম। নব্বই দশকের এক অনিবার্য নাম প্রত্যয়। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের এ লড়াকু সৈনিক আজীবন ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে সোচ্চার থেকে গণতান্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে  উচ্চারণ করেছেন তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর। কাব্য চর্চার পাশাপাশি একজন মেধাবী সাংবাদিকও তিনি । ছাত্রাবস্থায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি  প্রত্যয় ছিলেন  ক্যাম্পাসে এক জনপ্রিয় নাম। সে সময় চবিতে শিবিরের রগকাটা বাহিনীর টর্চার সেলে নিরীহ ছাত্রদের ওপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দৈনিক বাংলাবাজার পত্রিকায় অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন লিখে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই অকুতোভয় সাংবাদিক। শিকার হয়েছেন শিবিরের নির্মম নির্যাতনের। পরবর্তীতে ঢাকায় এসে ইত্তেফাক, সংবাদ, জনকণ্ঠ ও মুক্তকণ্ঠে দুহাতে কবিতা, গল্প, প্রবন্ধ ও ফিচার লিখেছেন তিনি।প্রকাশিত হয়েছে একশ’র মতো বই।

 

কবি শামসুর রাহমান, কবি আসাদ চৌধুরী ও সাংবাদিক রাহাত খানসহ অনেক স্বনামধন্য সাংবাদিক-সাহিত্যিকের স্নেহধন্য এ কবির পদচারনায় একসময় মুখরিত থাকতো বাংলা একাডেমী প্রাঙ্গণ, শাহবাগ আজিজ মার্কেট, বিশ্বসাহিত্য কেন্দ্র, টিএসসি ও রাইটার্স ক্লাবের আড্ডা ও কবিতা সন্ধ্যা। একসময় ঢাকায় এমন সময় ছিল যে যেখানে কবিতা সেখানেই উপস্থিত ছিলেন প্রত্যয়। নব্বই দশক থেকে ঢাকায় যেসকল কবি কাব্য চর্চায় নিজেদের নিবেদন করেছেন তাদের কাছে প্রত্যয় অতি প্রিয় একটি নাম।

 

বিশাল হৃদয়ের অধিকারী প্রত্যয় এক অসাধারণ বন্ধুর নাম। প্রত্যয় মানে তুমুল আড্ডা, প্রত্যয় মানে দুর্দান্ত তারুণ্যের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, প্রত্যয় মানে গণতন্ত্রের সংগ্রামে মিছিলের প্রস্তুতি নিতে নির্ঘুম রাত। যারা প্রত্যয় জসীমকে চেনেন তারা জানেন স্বল্প প্রাণের মানব জীবনে বন্ধুদের জন্য কী বিশাল মহাপ্রাণকে  বুকে ধারণ করেন  প্রত্যয়।

 

নোয়াখালীর কৃতি সন্তান এই কবিকে নিয়ে আজ একটি কথা লিখতে গিয়ে বার বার বুকটা ভেঙ্গে যাচ্ছে । সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের এ যোদ্ধা, আমাদের অনেকের প্রাণপ্রিয় বন্ধু, প্রিয় সুহৃদ, সজ্জন প্রত্যয় ক্যান্সারে আক্রান্ত। না আমি দুরারোগ্য ব্যাধি বলবো না। কবিতার স্পর্ধিত শক্তির কাছে, আমাদের সম্মিলিত চেষ্টার কাছে, আমাদের অকৃপণ ভালবাসার কাছে নিশ্চয় পরাজিত হবে ক্যান্সার।

 

বছর কয়েক আগে কবি-পত্নী লেখিকা ড. স্বাতী জসীম জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রিয়তমা স্ত্রীর অকাল প্রয়াণে ভীষণভাবে ভেঙ্গে পড়তে থাকেন তিনি। কবির ব্রেইন স্ট্রোক হয়। দীর্ঘদিন চিকিৎসার পর একমাত্র কণ্যা প্রকৃতিকে হাতে করে যখন নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি তখনি এ দু:সংবাদ। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

 

এ মাসের শেষের দিকে ভারতের টাটা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন প্রত্যয় জসীম। দীর্ঘ তিন দশক আমাদের সাংবাদিকতাকে সমৃদ্ধ করা এ নিবেদিত প্রাণ কবি-সাংবাদিকের একার পক্ষে চিকিৎসার এ বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

প্রিয় বন্ধুরা, আসুন আমরা তাঁর  পাশে দাঁড়াই। ক্যান্সারকে পরাজিত করে সুস্থ্য করে তুলি এ কবি প্রত্যয় জসীমকে।

 

ফোন নম্বর : ‭0167500 9716‬

আর্থিক সাহায্য পাঠানের ঠিকানা:

Prottoy Jashim.

Account No :0200002578312

Agrani Bank Ltd.

Bangla  Academy Branch.

Dhaka.Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *