রামগড়ে চেয়ারম্যান পদে ত্রিমুখী আর ভাইস চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াই হবে | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারে শেষ দিনে আজ ২৭ ফেব্রুয়ারী বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

 

উপজেলা নির্বাচনী অফিস তথ্যমতে,  চেয়ারম্যান পদে ২জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আদুল কাদের জেলা নির্বাচন অফিসে ও কাজী নুরুল আলম আলমগীর  এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিউসং চৌধুরী উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

 

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত বিশ্ব প্রদিপ কুমার কারবারী, স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের আহবায়ক রফিকুল আলম কামাল ও সাংবাদিক আবু বক্কর এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্ধিতা হবে।

 

ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা কাজী মো. জিয়াউল হক শিপন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা ও উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক মেম্বার হাছিনা বেগম নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *