সোনাগাজী প্রতিনিধি :
আমি জনসেবার জন্য রাজনীতিতে এসেছি, জনসেবামূলক কাজে সবসময় পাশে থাকবো। আল-আমিন সোসাইটির ফ্রি চিকিৎসা শিবিরে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন একথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য চিকিৎসা নিশ্চিতের যে কর্মসূচি হাতে নিয়েছেন আল-আমিন সোসাইটি ফ্রি চিকিৎসা দিয়ে তা বাস্তবায়নে সহযোগী হয়েছে।
শুক্রবার (৭ জুন) সকালে নবাবপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুরে আল আমিন সোসাইটির ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা থেকে আসা ডায়াবেটিস, চক্ষুরোগ, শিশুরোগসহ মেডিসিন বিশেষজ্ঞ ৭ জন চিকিৎসক ৩ শতাধিক রোগীকে চিকিৎসা দেন। একইসঙ্গে ব্লাডগ্রুপিং ও চোখে ছানী পড়া ৩ জন রোগীকে বিনামূল্যে অপরেশানের জন্য বাছাই করা হয়।
জহির উদ্দিন মাহমুদ লিপটন আরো বলেন, আল আমিন সোসাইটি ২৮ বছর ধরে সমাজসেবায় অবদান রেখে এলাকার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। আমি জনগণের সেবা করতে রাজনীতিতে এসেছি। যারা জনসেবায় ভূমিকা রাখবে সবসময় আমি তাদের পাশে থাকবো।
অাল আমিন সোসাইটির শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, অস্বচ্ছল পরিবারের শিশুদের জন্য আল আমিনের পরিচালিত নূরানী মাদ্রাসা একটি প্রশংনীয় উদ্যোগ। আমি এর সফলতা কামনা করি।
সামাজিক কার্যক্রমে অবদানের জন্য আল আমিন সোসাইটির ভূঁয়সী প্রশংসা করেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান।
আল আমিন সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজী এরশাদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার এনামুল হক চৌধুরী, সমাজসেবক একরামুল হক চৌধুরী, সফিকুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনের ২৭ বছরের পথচলার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আবছার।