ফুলগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব এর বর্ষপূর্তি | বাংলারদর্পন

জহিরুল ইসলাম জাহাঙ্গীর:

“রক্ত দিয়ে বাঁচাবো প্রাণ, স্বেচ্ছায় করবো রক্ত দান”

এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব এর আয়োজনে আজ শুক্রবার ফুলগাজী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ,প্রথম বর্ষপূর্তি উৎসব ২০১৯ উদযাপন উপলক্ষে আলোচনা ,সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

উক্ত অনুষ্ঠান ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন রাব্বি ভূঁইয়ার সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব,ফেনী সমিতি ঢাকার সভাপতি, সঞ্জুরী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক মোঃ নুরুল করিম মজুমদার ,ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহাব উদ্দিন টিপু, ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার মজুমদার, ফেনী জজ কোর্টের আইনজীবী জেলা নজরুল একাডেমীর নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন শাহীন, সঞ্জুরি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ ফজলুর রহমান নিশান প্রমুখ

 

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা যুবলীগ সভাপতি সালে আহমদ মিন্টু, সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাসেম পাটোয়ারী, ফুলগাজী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফুলগাজী বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

 

অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদানকারী ফেনীর রক্ত কণিকা’র প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন মনি ৪৪বার রক্ত দান করে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা কাল এক বছরের মধ্যে সর্বোচ্চ ৯০০ শত ব্যাগ রক্ত দান করে মানুষের প্রাণ বাঁচিয়ে সাধারণ মানুষের কাছে প্রিয় হয়েছে  এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা ।

 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি আলহাজ্ব হারুন মজুমদার বক্তব্যে বলেন “আমি কোন দল মত বুঝি না যারা অসহায় সাধারণ মানুষের মাঝে সেবা দানে এগিয়ে আসবে তাদেরকে সহযোগিতা করব, কিছু কিছু লোক সাধারণ মানুষের মাঝে সহযোগিতা না করে তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা রটিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তারা কখনো সাধারণ মানুষের সেবায় আসতে পারেনা সমালোচনাই তাদের একমাত্র পুঁজি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *