সন্দ্বীপে মন্দিরে চুরি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের আনন্দধাম কালি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। ১৪ মে (শনিবার) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

মন্দির কমিটি সূত্রে জানাযায়, শনিবার রাতে মন্দিরের দুটি কক্ষের তালা ভেঙ্গে মতো মন্দিরে দানবাক্স, পিতলের আসবাবপত্র ও সৌরবিদ্যুতের ব্যাটারি বের করে নেয়।

পরে দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করে নেয়। বাকি জিনিসপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। সকালে সেবায়েত মন্দিরে আসলে তালা ভাঙ্গা ও আসবাবপত্র দেখে চুরির ঘটনা বুঝতে পারে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দাশ বলেন, চুরির ঘটনা মন্দির কমিটির থেকে আমাদের জানানোর পর আমরা স্থানীয় চেয়ারম্যান সহ পরিদর্শন করেছি। এই ধরনের ঘটনা অত্যন্ত দুখ জনক।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি(তদন্ত) মো. জাকির হোসেন জানান, মন্দির চুরির বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

উল্লেখ্য, সন্দ্বীপ উপজেলায় কিছুদিন ধরে প্রতিদিন মোটরসাইকেল সহ চুরির ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *