বাহার উল্লাহ :
সোনাগাজী পৌরসভাস্থ তা’লীমুল কুরআন মাদরাসার আয়োজনে ২৭অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকা থেকে সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন, ওলামা বাজার মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদীব সাহেব। তিনি বলেন, দ্বীনি এলেম শিক্ষা করা ফরয। কোরঅানে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়েছে। অর্থাৎ কুরঅানের শিক্ষাকে মুসলিম জাতির মেরুদন্ড বলা হয়েছে। বর্তমানে জ্ঞান পাপীরা ভুল ব্যাখ্যা দিচ্ছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করেন – লস্কর হাট জামেয়া রশিদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম অাল্লামা মুফতি শহীদুল্যাহ, প্রধান অালোচক ছিলেন, ঢাকা জামেয়া তালিমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীকি।
মাহফিলে, সোনাগাজীর বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষার্থীসহ উপজেলার অর্ধলক্ষ ধর্মপান মুসুল্লি উপস্থিত ছিলেন।