কুমিল্লায় ডিবি পুলিশের হাতে অস্রসহ ডাকাত গ্রেফতার

তানভীর আলম:-গত ৮/৩/১৭/তারিখে জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ্ কামাল আকন্দ, এসআই শহিদুল ইসলাম,এসআই নজরুল ইসলাম,এএসআই নন্দন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা কালে, রাত্রি ২৩/২৫ মিনিটে ১টি ট্রাক ও ১টি মাইক্রোবাস যোগে, ১০/১২ জনের একটি সশস্র ডাকাত দল বুড়িচং কাবিলা বাজারের মনশাসন রোডের মাথায় ঢাকা-চট্রগ্রাম মহাসরকে চলাচলরত যান বাহনে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করতেছে, এই রকম গোপন সয়বাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছাইলে ডাকাত দল ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেস্টাকালে, ৮জন আসামী সহ ডাকাতির জন্য তাদের কাছে থাকা অস্রসহ তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়।
Related News

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলার দর্পণ জেলা প্রতিনিধি শেখ মোঃ সাইফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক : ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। করোনা ভাইরাস নামক বিষাক্ত অদৃশ্য শক্তিকেRead More

নোয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের শাস্তি দাবী করেছে যৌন হয়রানি র্নিমূল নেটওয়ার্ক
মো: ইমাম উদ্দিন সুমন: নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী(১৮)কেRead More