সোনাগাজী প্রতিনিধি :বাংলার দর্পন অায়োজিত শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার স্মৃতি কুইজ প্রতিযোগীতায় তেজগাঁও কলেজ ছাত্র ওমর সুলতান হৃদয় চ্যাম্পিয়ন হয়েছে। যৌথভাবে রানার্সঅাপ হয়েছে সোনাগাজী বাজারের ব্যাবসায়ী অাকবর হোসেন রিগ্যান ও বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্র মো. শরীয়ত উল্যাহ রিফাত।
সোমবার বিকালে সোনাগাজী প্রেসক্লাবে চুডান্ত বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সঅাপ নির্ধারন করা হয়।
বাংলার দর্পন সম্পাদক সৈয়দ মনির অাহমদের পরিচালনায় লটারী উত্তোলন করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সোনাগাজী সংবাদদাতা জসিম উদ্দিন কাঞ্চন।
এসময় অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী সাহিত্য ফোরামের সভাপতি গাজী মো. হানিফ।
উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে বাংলার দর্পন অায়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের অাগামী ১৬ জুন অানুষ্ঠানিক ভাবে ক্রেষ্ট তুলে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।