সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
চতুর্থধাপে আগামী ৩১মার্চ পঞ্চম সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হবে। চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ
মনোনীত জহির উদ্দিন লিপটন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ দীন মোহাম্মদ ও
সাখাওয়াতুল হক বিটুর মধ্যে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার
মিলি ও মোর্শেদা আক্তার’র মধ্যে দ্বিমূখী লড়াই হচ্ছে। ১৪মার্চ প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনি প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা।
শনিবার বিকালে চর ছান্দিয়া, মতিগঞ্জ , আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিউবওয়েল প্রতিকের সমর্থনে গনসংযোগ এবং পথসভা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান পদ উম্মুক্ত রাখায় ভোটাররা ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে আপনারা কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিন সকালে সোনাগাজী বাজারে তালার সমর্থনে গনসংযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াতুল হক বিটু।
অপরদিকে সোনাগাজী ও আমিরাবাদ ই্উনিয়নে কলসের সমর্থনে গনংযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোবেদা নাহার এবং নবাবপুর,
মঙ্গলকান্দি ও বগাদানা ইউনিয়নে পদ্মফুলের সমর্থনে গনসংযোগ করেন মহিলা
ভাইস চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তার।
মঙ্গলকান্দি ও বগাদানা ইউনিয়নে পদ্মফুলের সমর্থনে গনসংযোগ করেন মহিলা
ভাইস চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তার।
মতিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা গাজী মো. হানিফ জানান, প্রতিদ্বন্ধী ৪ জন প্রার্থীই আ.লীগের সমর্থক।প্রশাসনের ভুমিকা নিরপেক্ষ হলে অবশ্যই জনগনের প্রত্যাশা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।