খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংস্কারের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ

এমদাদ খান :

 

পানছড়ি উপজেলার গহীন অরণ্যে দুই ঘন্টাব্যাপী আঞ্চলিক পাহাড়ী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস সংস্কারের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার বিকাল চারটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত এ যুদ্ধ চলে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ১নং লোগাং ইউপির রেয়াংছড়া নামক এলাকা থেকে থেমে থেমে গুলির শব্দে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। সামাজিক গণমাধ্যমে দুই পক্ষই প্রতিপক্ষের ২ জন আহতের কথা জানিয়ে পোস্ট দিলেও এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলেও হতাহতের কোন খবর তারা দিতে পারেনি। পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানায়, গুলির শব্দ শোনা গেছে তা সত্য, তবে হতাহতের কোন খবর তিনি জানেন না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে অনেকেই মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *