মানুষ হত্যার ব্যাপারে স্রষ্টার নিষেধাজ্ঞা এক নম্বরে – কাজী মিজানুর রহমান মিস্টার

ফেনী প্রতিনিধি :

অান্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ছাগলনাইয়া শাখার উদ্যোগে গুণীজন সংবর্ধনা  মানবাধিকার শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিল ১২ জুন মঙ্গলবার শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে অনুৃষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সংস্থার কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার।

 

সংস্থার ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ওয়াজি উল্যাহর সভাপতিত্বে ও বিশিষ্ট মানবাধিকার নেতা নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংস্থার সহকারী পরিচালক ও কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন, সংস্থার ফেণী জেলা শাখার সভাপতি ওমর ফারুক ভুঞা ছাগলনাইয়া প্রেসক্লাব সাবেক সভাপতি শেখ কামাল, উপজেলা জাতিয় পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুল ,  সংস্থার ছাগলনাইয়া শাখার সাধারন সম্পাদক আবুল ককালাম সহ সভাপতি ও ফেনী জেলা পরিদর্শক সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ হোসেন,  সাবেক কাউন্সিলর মোর্শেদা আক্তার,  দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু, মানবাধিকার নেতা নাছির উদ্দিন, মোস্তফা নিজাম উদ্দিন চৌধুরী ,  খালেদা আক্তার,  সহ সভাপতি   মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঞা রিন্টু,  বিএমএসএফ ছাগলনাইয়া শাখার সাধারন সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ।

 

প্রধান অতিথীর বক্তব্যে কাজী মিজানুর রহমান মিস্টার বলেন, মানুষ হত্যার ব্যাপারে স্রষ্টার নিষেধাজ্ঞা এক নম্বরে, তারপরেও আমরা মনুষ হত্যা করছি। আমরা যারা রাজনীতি করছি তারা যদি সত্যিকার ভাবে মানুষের জন্য করি তাহলে মানুষের ক্ষতি হয় এমন রাজনীতি করা উচিত নয়। দেশে যদি মানবতা না থাকে তাহলে সাধারন মানুুষ বাঁচবে কিভাবে? এদেশের সকল মানুষ কে রাজনীতির  উর্ধ্বে উঠে মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। মানুষের অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তাই সরকারকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

 

ফেনীতে মানবাধিকার রক্ষায় সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জাতীয় এবং অান্তর্জাতিক ভাবে মানবাদিকার রক্ষায় কাজ করায় সংস্থার চেয়ারম্যান ও প্রধাণ নির্বাহী এডভোকেট মোঃ  সাঈদুল হক সাঈদ এর ভুয়সী প্রশংসা করেন।  অালোচনা সভা শেষে এতিম ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন অথিতিবৃন্দ। ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *