জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ে ৫০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

রতি কান্ত রায়, কুড়িগ্রাম :
ফুলবাড়ীতে অধুনালুপ্ত ছিটমহলে ইউনিয়ন পর্যায়ে বেসিক আইটি/আইসিটি লিটারেসি ও নারীর জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ে ৫০ দিনের প্রশিক্ষণ শেষে ২০৫ জন প্রশিক্ষাণার্থীকে সনদ প্রদান করা হয়। শনিবার সকাল ১০.৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ডাকবাংলো প্রঙ্গনে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আতাউর রহমান, পরিচালক, যুগ্ম সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তর,

 

বিশেষ অতিথি- সুলতানা পারভীন, জেলা প্রশাসক কুড়িগ্রাম এবং সভাপতিত্ব করেন-মাসুমা আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী, কুড়িগ্রাম ও শাহনাজ পারীভন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কুড়িগ্রাম । উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন- জয়ন্তী রানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফুলবাড়ী, মালেক বাদশা, নিওসিস, কর্মকর্তা, নজির হোসেন, চেয়ারমান উপজেলা পরিষদ, গোলজার হোসেন, চেয়ারম্যান, কাশিপুর ইউপি।

 

আরো উপস্থিত ছিলেন –হারুন অর রশিদ, চেয়ারমান ফুলবাড়ী ইউপি, লুৎফর রহমান বাবু, চেয়ারম্যান, ভাঙ্গামোড় ইউপি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, মাহবুব হোসেন লিটু, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রতি কান্ত রায়, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি, আব্দুল আজিজ মজনু, এবং উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *